নিজ ডেরাতেই ধরা টুইটার সিইও

৩১ আগষ্ট, ২০১৯ ১২:৩২  
নিজ ডেরাতেই এবার হ্যাকিংয়ের শিকার হলেন টুইটারের সিইও জ্যাক ডরসি। শুক্রবার বিকালে প্রায় ৩০ মিনিট ডরেসি’র টুইটার অ্যাকাউন্ট নিজেদের দখলে রাখে হ্যাকাররা। চাকলিং স্কোয়াডের সদস্য হিসেবে দাবি করা এই হ্যাকাররা @ডরসি অ্যাকাউন্টটি থেকে বর্ণবিদ্বেষমূলক অশ্রাব্য গালিগালাজ পোস্ট করে। এরপাশাপাশি অন্যান্য টুইটে তারা অ্যাডলফ হিটলারের প্রশংসা করে এবং টুইটারের হেডকোয়াটারে বোমা মারার হুমকি দেয়। টুইটে ডিসকোর্ড সার্ভার নামের একটি ইন্টারনেট চ্যাটরুমেরও লিঙ্ক শেয়ার করে তারা। টুইটারের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করা হলেও টুইটারের মুখপাত্র জানিয়েছেন, এই হুমকির কোনো ভিত্তি নেই। টুইটারের দাবি, মোবাইল ফোন অপারেটরের ভুলে এই হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। টুইটার অ্যাকাউন্ট দখলে নিয়ে হ্যাকাররা কোনো টুইট পোস্ট করতে পারেনি। জ্যাকের যে ফোন নম্বর টুইটার অ্যাকাউন্টটির সঙ্গে সংযুক্ত তাতে করাসাজি করে টেক্সট ম্যাসেজ থেকে একটার পর একটা টুইট পোস্ট করা হয়। মোবাইল অপারেটরের নিরাপত্তা ত্রুটির কারণে এমনটা ঘটেছে।